নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট। গত রোববার (৩ অক্টোবর) বিকালে জেলার বাঘা থানার আড়ানি হারানো মোবাইল উদ্ধার করে হস্তান্তর করা হয়।
এ বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটের সহকারি পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাটোর জেলার সিংড়া থানার বুড়ি কদমা গ্রামের ফটিক সরকারের মেয়ে মিতু খাতুন (২২)। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় বসবাস করতো। গত ১৬ সেপ্টেম্বর তেরখাদিয়া এলাকা হতে তার ব্যবহৃত Redme Note-8 মোবাইল ফোন হারিয়ে যায়। পরে এ সংক্রান্তে রাজপাড়া থানায় একটি হারানো জিডি করেন তিনি।
তিনি আরও বলেন, জিডির পর তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে গতকাল রাজশাহী জেলার বাঘা থানার আড়ানি হতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করা হয়।
হারানো মোবাইল ফিরিয়ে পেয়ে মিতু খাতুন আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও সাইবার ক্রাইম ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউকে/এএস