চারঘাটে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা: কোভিড-১৯ পরিস্থিতিতে আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনের উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি নিয়তি রানী কৈরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ চারঘাট জোনাল অফিস ডিজিএম মুক্তার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিওয়াল্লাহ মোল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস, এম শামীম আহম্মেদ ও ৬টি ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা চারঘাট শাখার সভাপতি শ্রী স্বপন কুমার কর্মকারসহ ৪১টি পূজা মন্ডপের সকল ইউনিয়নের হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে করোনা প্রতিরোধে ও স্বাস্থ্য বিধি মেনে ধর্মীয় পূজা উৎসব পালনের জন্য উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম তার নিজ তহবিল থেকে মাস্ক, হ্যান্ড সিনিটেশন, সাবানসহ প্রতিটি পূজা মন্ডপে নগদ ২ হাজার টাকা প্রদান করেন চেয়ারম্যান ফকরুল ইসলাম।

ইউকে/এএস