নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (৬ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন চারজনের মৃত্যু হয়েছিল।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, তিনজনই করোনা উপসর্গে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর একজন ও নওগাঁর দুজন রোগী ছিলেন। মৃতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। চলতি মাসে এ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হলো।
এর আগে গত সেপ্টেম্বরে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগস্টে ৩৬৪ জন, জুনে ৪০৫ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৫৩১ জনের মৃত্যু হয়েছিল।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪০টি শয্যার বিপরীতে মোট রোগী ভর্তি ছিলেন ৯১ জন।
এদিকে, মঙ্গলবার (৫ অক্টোবর) রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে জেলার মোট ২৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় বর্তমানে করোনা সংক্রমণের হার ৪ দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে।
ইউকে/এসই/এসএম