এসএসসির সিলেবাস সংক্ষিপ্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক: করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। তাই এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করার দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা। আজ বুধবার সকালে রাজশাহী নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামন চত্বরে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি করে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা বলে, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় নবম শ্রেণিতে তাঁরা ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। ফলে তাঁরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই সিলেবাস সংক্ষিপ্ত করার দাবি জানায় তারা। কর্মসূচিতে বক্তব্য দেয় শাহরিয়ার আহমেদ সোহান, তানভির রহমান বিশাল, আহমেদ সাদনান, শামীম হোসেনসহ আরও অনেকে।

ইউকে/এএস