বাঘায় আম বাগান থেকে মরদেহ উদ্ধার

বাঘা (রাজশাহী) সংবাদদাতা: বাঘায় আম বাগান থেকে জিন্নাত আলী নামে এক ব্যাক্তির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে আরিফপুর এলাকায় পড়েছিল ওই ব্যক্তির মরদেহ। খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বুধবার (৬-অক্টবর) সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন তার পরিবার।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের জব্বর সর্দারের আম বাগানে পড়ে ছিলো একই গ্রামের আরজান প্রানিকের এর ছেলে জিন্নাত আলীর (৪৫) মরদেহ। খবর পেয়ে তার পরিবারের লোকজনের সন্দেহ হলে জিন্নাত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিন্নাত আলীর ভাতিজা পিয়াস আহাম্মেদ দাবি করেন,পরিকল্পিত ভাবে কে-বা কারা তার চাচাকে হত্যা করেছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা বাঘা থানার এসআই গোলাম মোস্তফা জানান, মরদেহের শরির কোন আঘাতের চিহৃ ছিল না।স্থানীয়রা জানিয়েছেন, জিন্নাত আলী (মাদক আসক্ত) নেশা করতেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মরদেহ রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।

ইউকে/এএস