বাগমারার ৮৬টি মন্দিরে এমপি এনামুল হকের অনুদান প্রদান

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারায় শারদীয়া দূর্গাপূজা সুষ্ঠু ভাবে উদযাপনের লক্ষ্যে ৮৬ টি পূজা মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় উপজেলার সালেহা ইমারত কোন্ড স্টোরেজের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ প্রদান করেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীক কুমার সিংহ ,

সহ-সভাপতি জয়ন্ত কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ প্রামানিক, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিশ চন্দ্র, অর্থ সম্পাদক পরিমল কুমার মন্ডল প্রমুখ। প্রতিটি মন্দিরে ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত তহবিল হতে ২ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

ইউকে/এএস