বার্তাকক্ষ প্রতিবেদন: মুঘল আমলে হীরা আর পান্না দিয়ে বানানো বিরল দুটি চশমা নিলামে উঠতে যাচ্ছে। ভারতে তৈরি করা হয়েছিল এটি। জানা গেছে, লন্ডনের সুথিবে নিলাম হাউসে চলতি মাসের শেষের দিকে নিলামটি হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সুথিবে জানিয়েছে, ১৮৯০ সালের দিকে এই চশমাগুলো বানানো হয়েছিল। তাদের প্রত্যাশা, নিলামে প্রতিটি চশমা ২০ লাখ ডলারের বেশি দরে বিক্রির সম্ভাবনা রয়েছে।
নিলামের আগে চশমা দুটি হংকং ও লন্ডনে এ মাসেই প্রদর্শন করা হবে। এই অসাধারণ কারুশিল্প আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন সুথিবের মধ্যপ্রাচ্য ও ভারতের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস।
যদিও এই চশমাগুলো কারা ব্যবহার করেছেন, সে ব্যাপারে সঠিক কোনো তথ্য জানা যায়নি। তবে এসব মুঘলদের হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র : বিবিসি।
ইউকে/এএস