রাজশাহীতে পাউবোর কোহিনুর আলমের বিভাগীয় শাস্তির দাবি 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পওর বিভাগ থেকে দুর্নীতির অভিযোগে বদলী হওয়া সাবেক নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমের বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাজশাহী পাউবো ঠিাকাদাররা। দুর্নীতির দায়ে অভিযুক্ত ওই কর্মকর্তার অপকর্ম আড়াল করে তাকে বাঁচানোর চেষ্টাও চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা।

রোববার (১০ অক্টোবর) তার শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সমানে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। প্রথমে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর সেখানে একই দাবিতে সমাবেশ করেন পাউবোর ঠিকাদাররা।

রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত ঠিকাদার সমাজের আহ্বায়ক খাজা তারেক। এতে রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক ও ব্যবসায়ী নেতা জামাত খান, পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের যুগ্ম আহ্বায়ক মুঞ্জর মোর্শেদ, আসাদুল্লাহ জাহাঙ্গীর, প্রচার সম্পাদক নূর-এ আলম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, গোলাম নবী, দফতর সম্পাদক কেএম জোয়ায়েদ, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির উপদেষ্টা সাইফুল ইসলাম রাজু ও ঠিকাদার সাজ্জাদ হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পওর বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম ২০১৯-২০২০ অর্থ বছরে দরপত্রে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। সে সময় বিষয়টি বুঝতে পেরে ঠিকাদার সমাজ প্রতিবাদ করেন। সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও পাউবোর মহাপরিচালক বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। এ প্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের শৃঙ্খলা বিভাগ থেকে পর্যায়ক্রমে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুটি তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদন দাখিল করা হলেও অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমকে রক্ষায় দুই দফা তদন্ত প্রতিবেদন বাতিল করে তৃতীয় দফা কমিটি গঠন করা হয়।

এ দফায় পাউবো তত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমানকে প্রধান করা হয়। তবে মাহফুজুর রহমান অনৈতিকভাবে প্রহসনের মাধ্যমে অধিনস্ত কিছু কর্মকর্তা-কর্মচারিকে দায়ি করে অভিযুক্ত প্রকৌশলী কোহিনুর আলমকে অব্যহতির সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ফলে পানি উন্নয়ন বোর্ডের মান ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন ঠিকাদাররা।

তারা বলেন, অভিযুক্ত ঠিকাদারকে অভিযোগ থেকে বাঁচানোর জন্য মনগড়া প্রতিবেদন দাখিল করা হয়েছে। এজন্য স্বচ্ছতার সাখে এই অভিযোগ তদন্তেরও দাবি জানানো হয়।

বর্তমানে অভিযুক্ত রাজশাহী পাউবোর সাবেক এই কর্মকর্তা পানি ভবনে কর্মরত।

ইউকে/এএস