চীনে ভয়াবহ বন্যায় প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন

বার্তাকক্ষ প্রতিবেদন: চীনের শানজি প্রদেশে ভয়াবহ বন্যায় গৃহহীন হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। গেলো সপ্তাহ থেকে চলমান বৃষ্টি থেকে এ বন্যার সৃষ্টি হয়েছে। এতে ওই প্রদেশের ৭০টি শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে, সেই সাথে ভেঙ্গে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি। স্টেট সান গ্লোবাল টাইমসের দেওয়া তথ্য মতে, ভূমিধসে চারজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

হেনানা প্রদেশে ভয়াবহ বন্যায় ৩০০ জনের মৃত্যুর তিন মাস না হতেই ফের বন্যা কবলিত হলো চীন। স্থানীয় আবহাওয়াবিভাগ বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। সিনহুয়া নিউজ এজেন্সির দেওয়া তথ্য মতে, ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে স্টেট সান গ্লোবাল টাইমস বলছে, হেনানের চেয়ে ভয়াবহ হবে শানজির বন্যা।

শানজিতে গেলো সপ্তাহে ১৮৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেখানে ওই একই এলাকায় ১৯৮১ থেকে ২০১০ সাল পর্যন্ত অক্টোবর মাসে এ বৃষ্টিপাতের পরিমাণ ছিলো মাত্র ২৫ মিলিমিটার।

ইউকে/এএস