বাঘা (রাজশাহী) সংবাদদাতা: শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বাঘায় মতবিনিময় করেন, বাঘার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব রথীন্দ্রনাথ দত্ত। সোমবার (১১ অক্টোবর ২০২১) তার বাসভবনে সার্বিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নারায়নপুর কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি মনি মোহন পান্ডে। অহিংসু রথীন্দ্রনাথ দত্ত নিজের শ্রম আর মেধাকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে মানব কল্যাণে কাজ করছেন।
তাই তার প্রতি মানুষের অফুরন্ত ভালবাসার টানে ছুটে আসেন জন্সভ’মি বাঘার নারায়নপুরে। পূঁজা উৎসব ছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দেন সব সময়। এবারের পূঁজা উৎসবে তার নিজের অর্থায়নে বিতরণ করবেন, সাড়ে ১৮০০’শাড়ি, ৫০০শ’ লুঙ্গি, ৫০০শ’ থ্রিপিচ ও ৫০০শ’ প্যান্ট পিচ। বক্তারা রথীন্দ্রনাথ দত্তকে অসম্প্রদায়িক মানবিক মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, তার কাছে কোন কাজে গেলে সাধ্যমতো চেষ্টা করেন তার সেই কাজটি করে দেওয়ার। কাউকে ফিরিযে দিয়েছেন, একথা বলার লোক কমই পাওয়া যাবে। এই মানুষটি এলাকার কৃতি সন্তানই নন,বাবা-মার সুসন্তানও বটে। দেশ ও সামাজিক প্রেক্ষাপটে কল্যাণকর এমন মানুষ সবার জন্য শুধু প্রযোচ্যই নয় প্রসংশিতও।
সুধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপসচিব রথীন্দ্রনাথ দত্ত বলেন, তার জন্মভ’মি বাঘার নারায়নপুর গ্রামে। শুধু পুজাতেই নয়, সুযোগ পেলেই নাড়ির টানে ছুটে আসেন জন্মভ’মি নারায়নপুর গ্রামে। আমার জন্ম সাধারন হিন্দু পরিবারে। মানুষের কল্যাণে কাজ করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। সেই ভালো লাগার কাজটা আমার জন্য আর্শিবাদ। তিনি, প্রতিটি পূজামন্ডপ কমিটিকে সকল ধর্মের সমন্বয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে একীভ’ত করে কমিটি গঠনের আহবান জানিয়েছেন । যাতে করে দর্শনার্থীরা নির্ভিগ্নে পূজামন্ডপ দর্শণ করতে পারে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,বীর মুক্তি যোদ্ধা,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ শফিউর রহমান শফি, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আনজারুল ইসলাম,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,বাঘা শাখার সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু,সাংবাদিক নুরুজ্জামান, আখতার রহমান,শাহানুর আলম বাবু,মইদুল ইসলাম, অধ্যক্ষ ওবায়দুর হক, মুক্তি যোদ্ধা আলতাফ হোসেন,শিক্ষক ফারুক হোসেন প্রমুখ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,বাঘা শাখার সাধারন সম্পাদক অপূর্ব সাহা জানান, মন্দিও কমিটির মাধ্যমে স্বাস্থ্য বিধি অনুসরন করে দর্শনার্থীদের মন্ডপে আসার অনুরোধ জানানো হয়েছে। উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট শফিকুল আলমসহ এলাকার সুধি, ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইউকে/এসএম