কোহলির বিদায়কে ব্র্যাডম্যান-শচীনের সঙ্গে তুলনা!

ক্রীড়া বিভাগ: অধিনায়ক হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কোনো অর্জন নেই বিরাট কোহলির। একটাও শিরোপা জিততে পারেননি। জাতীয় দলের হয়েও তাই। গতকাল সোমবার কলকাতা নাইট রাইডার্সের কাছে তার দল হেরে গেছে। এরই সাথে শেষ হয়েছে ব্যাঙ্গালোরের কোহলি অধ্যায়। সবাই দারুণ কিছু একটা করে বিদায় নিতে চায়। কিন্তু কোহলির ক্ষেত্রে সেটা হয়নি। হতাশ সুনিল গাভাস্কার তাই স্যার ডন ব্র্যাডম্যান আর শচীন টেন্ডুলকারকে টেনে এনে উদাহরণ দিয়েছেন।

গতকাল ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে নাইট রাইডার্স। এরপর ভারতের সাবেক ওপেনার গাভাস্কার বলেন, ‘নিজের টেস্ট ব্যাটিং গড় ১০০ করতে ক্যারিয়ারের শেষ ইনিংসে ব্র্যাডম্যানের দরকার ছিল মাত্র চার রান। কিন্তু তিনি আউট হন ০ রানে। শচীন টেন্ডুলকারও চেয়েছিলেন নিজের ক্যারিয়ারের শেষ টেস্টে সেঞ্চুরি হাঁকাবেন। কিন্তু শচীনও আউট হয়ে যান ৭৯ রানে। চিত্রনাট্য এভাবেই লেখা হয়। সবার তো আর সৌভাগ্য হয় না।’

কোহলি আইপিএল ট্রফি জিততে না পারলেও ব্যাঙ্গালোর হয়ে তার অবদান কম নয় বলে মনে করেন গাভাস্কার। তিনি বলেন, ‘ব্যাঙ্গালোরের হয়ে কোহলি যা করেছে তা অসাধারণ। এক মৌসুমে ৯৭৩ রান করেছে। আর মাত্র ২৭ রান করতে পারলে সেই মৌসুমে তার ১০০০ রান হয়ে যেত। ব্যাঙ্গালোর দলটি তার ছোঁয়ায় ব্র্যান্ড হয়ে উঠেছে। খুব বেশি ক্রিকেটার এমনটা করতে পারেনি। ট্রফি না জিতলেও বেঙ্গালুরুর হয়ে কোহলি যত দিন খেলবে, ততদিন নিজের সেরাটা দিয়ে যাবে।’

ইউকে/এএস