নতুন আইনে অভিবাসীরা পোল্যান্ড সীমান্তে বহিষ্কারের মুখে

বার্তাকক্ষ প্রতিবেদন: অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের অবিলম্বে বহিষ্কারের ব্যাপারে সীমান্তরক্ষীদের অনুমতি দেওয়ার জন্য একটি আইন পাস করেছে পোল্যান্ডের পার্লামেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তরক্ষীরা পরীক্ষা ছাড়াই আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করার ক্ষমতা পাবেন।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, অভিবাসীদের বের করে দেওয়ার বিষয়টি বৈধ করতে চায় পোল্যান্ড।

অন্যদিকে পোল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন বেলারুশের স্বৈরাচারী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে হাজার হাজার অভিবাসীর অনুপ্রবেশকে সহজতর করার অভিযোগ করেছে।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, তিনি নিষেধাজ্ঞার ব্যাপারে প্রতিশোধের একটি রূপ হিসেবে প্রতিবেশী সদস্য দেশগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

জানা গেছে, হাজার হাজার লোক সীমান্তে আটকা পড়ে আছে। বহু বাংলাদেশি ওই পথে যায়। তাদের সাবধান করা উচিত। শীতে অনেকে খোলা মাঠে পড়ে থেকে মারা যাচ্ছে।

অবশ্য আন্তর্জাতিক আইন অনুসারে যদি কেউ আন্তর্জাতিক সুরক্ষা চায়, তিনি আশ্রয় প্রক্রিয়ায় আসতে পারবেন; এমনকি তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলেও।

সূত্র : বিবিসি।

ইউকে/এএস