বিচারকের অপসারণ দাবিতে বিক্ষোভ, গুলিতে নিহত ছয়

বার্তাকক্ষ প্রতিবেদন: লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভ মিছিলে গুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, স্নাইপাররা এই গুলি চালালে হতাহতের ঘটনাটি ঘটে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বছর বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তে নেতৃত্ব দেওয়া বিচারককে অপসারণের দাবিতে হিজবুল্লাহ ও শিয়া আমাল মুভমেন্ট সমর্থকরা বিক্ষোভ করে। গতকাল তারা বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভকারীদের দাবি, লেবানন ফোর্সেস (এলএফ) গোষ্ঠীর খ্রিস্টান স্নাইপাররা লেবাননকে সংঘাতের দিকে টেনে আনার জন্য জনতার ওপর গুলি চালিয়েছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে এলএফ।

জানা গেছে, ২০২০ সালের আগস্ট মাসে বৈরুত বন্দরের রাসায়নিকের গুদামে বিস্ফোরণে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এ ঘটনার তদন্ত করছেন লেবাননের বিচারক তারেক বিতার।

তবে হিজবুল্লাহ তার বিরোধিতা করে আসছে। বিতারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলেছে তারা।

সূত্র : বিবিসি।

ইউকে/এএস