স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ

নাটোর সংবাদদাতা: নাটোরের নলডাঙ্গায় মোমিনপুর গ্রামে নিজ ঘর থেকে আব্দুর রাজ্জাক নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছ তার স্ত্রী সালমা বেগমকে। এলাকাবাসীর অভিযোগ পারিবারিক কলহের কারণে স্ত্রী সালমা প্রায়ই নির্যাতন করতো তার স্বামীকে।

গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক শুক্রবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। রাত ১২টার দিকে স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরে ঢুকে আব্দুর রাজ্জাকের মৃত দেহ দেখতে পায়।

মৃত আব্দুর রাজ্জাকের বাবা হামেদ আলীর অভিযোগ করেন, স্বামীর সঙ্গে সংসার করতে চাইতো না সালমা। এ কারণে নানা সময় স্বামীকে মারপিট করতো। তার ছেলে আব্দুর রাজ্জাককে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান এরপর গ্রামবাসীর কাছে তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী সালমাকে আটক করা হয়েছে।

ইউকে/এএস