বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক সেলিম হোসেন বলেন, জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে রুয়েটে পরীক্ষার জন্য ৬ হাজার ৪৫ জন শিক্ষার্থী নিবন্ধিত রয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। আগামী ২৪ অক্টোবর ‘বি’ ইউনিট এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা-১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। ক্যাম্পাসে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
ইউকে/এএস/এসএম