বিনোদন বিভাগ: জি বাংলার এক দিন পর এবার ক্লিন ফিডে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসাও সম্প্রচারে এসেছে।
শনিবার (১৬ অক্টোবর) রাত থেকে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়।
এখন স্টার জলসা বিজ্ঞাপনমুক্ত (ক্লিন ফিড) সম্প্রচার করছে, কোনো প্রোমোও দেখাচ্ছে না।
এর আগে বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচারে সরকারের কড়াকড়ির মধ্যে ১ অক্টোবর কেব্ল অপারেটর ও ডিটিএইচ বাংলাদেশে সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। এর মধ্যে ১৪ দিন বন্ধ থাকার পর ক্লিন ফিড চ্যানেল হিসেবে প্রথম সম্প্রচারে আসে জি বাংলা।
আর ১৫ দিন পর সম্প্রচারে এলো স্টার জলসা।
ইউকে/এসএস