নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ক্রীড়া বিভাগ: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের ম্যাচে দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়েছে ২০১৪ সালের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নরা।

নামিবিয়ার দেওয়া ৯৭ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২৬ রানে তিন উইকেট হারালেও ৭৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌছে দেন ভানুকা রাজাপাক্ষে ও আভিস্কা ফর্নান্দো। রাজাপাক্ষে ২৭ বলে ৪২ ও ফর্নান্দো ২৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। নামিবিয়ার জে জে স্মিত, রুবেন ত্রুমপেলম্যান ও বার্নার্ড স্কোলটজ একটি করে উইকেট লাভ করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নামিবিয়া মাত্র ৯৬ রানে গুটিয়ে যায়। শ্রীলঙ্কার বোলিং তোপে দাঁড়াতেই পারেনি নামিবিয়ান ব্যাটাররা। ক্রেইগ উইলিয়াম (২৯), গারহার্ড ইরাসমাস (২০) ও জে জে স্মিত (১২) ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট শিকার করেছেন মাহিশ থিকশানা। এছাড়া লাহিরু কুমারা ও ওয়ানিন্দিু হাসারাঙ্গা নিয়েছেন ২টি উইকেট।

সূত্র: ক্রিকবাজ

ইউকে/এএস