বিনোদন বিভাগ: কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে উৎসর্গ করে প্রকাশিত হয়েছে নতুন ‘আসা-যাওয়া’। বাপ্পী খানের কথায় গানটি সুর ও সংগীত করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আরমান খান।
সোমবার (১৮ অক্টোবর) এবি’র মৃত্যুবার্ষিকীতে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে এটি প্রকাশ পেয়েছে।
এ নিয়ে আরমান খান বলেন, বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার অসংখ্য কাজ হয়নি ঠিকই, কিন্তু একটা গোপন মায়ার সম্পর্ক রয়েছে। কিছুদিন আগে হঠাৎ মনে হলো, ভাইয়ের জন্য তো কিছু করতে পারিনি, এবার একটা গান করি। সেই ভাবনা থেকেই কাজটি করা।
গানটির ভিডিওচিত্রে অংশ নিয়েছেন আরমান খান নিজেই। নির্দেশনা নিয়েছেন রায়হান খান।
আরমান খানের সুরে ৯০ দশকে আইয়ুব বাচ্চু গেয়েছেন বেশ ক’টি জনপ্রিয় গান। এরমধ্যে ‘দোস্ত দুশমন’ অ্যালবামে ৫টি আর ‘পরীক্ষা’য় রয়েছে ৩টি গান। আর এলআরবি’র উল্লেখযোগ্য গীতিকবিতা মানে বাপ্পী খান। আইয়ুব বাচ্চুর কণ্ঠে বেশিরভাগ বিখ্যাত গানই তার রচিত।
ইউকে/এএস