বার্তাকক্ষ প্রতিবেদন: নেপালে ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস হয়েছে। এতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আন্তত ৩০ জন। আজ বুধবার নেপাল পুলিশের মুখপাত্র বসন্ত কুমারের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
বসন্ত কুমার বলেন, গত তিনদিনের টানা ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দেয়। রাজধানী কাঠমান্ডু থেকে সাড়ে তিনশ’ কিলোমিটার পশ্চিমে সেতি গ্রামে বন্যায় দুই দিন ধরে ৬০ জন মানুষ আটকে আছেন। খারাপ আবহাওয়ার কারণে গতকাল উদ্ধারকর্মীরা গ্রামটিতে যেতে পারেনি। আজ তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
ভারি বৃষ্টিতে নদীর পানি বেড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ভাসিয়ে নিয়ে গেছে। নেপালের টেলিভিশনের খবরে বন্যার পানিতে ফসল তলিয়ে যেতে দেখা গেছে।
সূত্র: রয়টার্স।
ইউকে/এএস