বার্তাকক্ষ প্রতিবেদন: অনলাইনে ফুটবল খেলার মোজা অর্ডার করেছিলেন এক তরুণ। কিন্তু তাকে দেওয়া হয়েছে নারীর অন্তর্বাস।
ছবিসহ টুইট করে এ ঘটনা জানিয়েছেন কাশ্যপ নামের ভারতীয় ওই তরুণ। ঘটনাটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সম্প্রচারমাধ্যম টাইমসনাউনিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘মিন্ত্রা’ থেকে ফুটবলের মোজা অর্ডার করেছিলেন তিনি। কিন্তু তাকে দেওয়া হয়েছে নারীদের অন্তর্বাস। এ ঘটনার পর টুইটার পোস্টে মিনত্রার নাম উল্লেখ করেই তরুণ লেখেন, অর্ডার দিয়েছিলাম ফুটবলের মোজা। বদলে এলো ব্রেসিয়ার। শপিং সংস্থাটিকে জানাতে তারা বলেছে, ‘দুঃখিত’। কিন্তু এ জিনিস ফেরত নেওয়া হবে না।
ওই যুবক টুইটে ঠাট্টা করে লিখেছেন, আমি তাই ঠিক করেছি, ফুটবল খেলার সময় এখন থেকে ওই ৩৪ সিসি মাপের ব্রেসিয়ারটিই পরে যাব। এটিই হবে আমার ‘স্পোর্টস ব্রা’।
তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই পোস্টে একজন লেখেন, আপনি তো না হয় নারীদের অন্তর্বাস পেয়েছেন। কিন্তু এক বার সেই নারীর কথা ভাবুন, যিনি ওই অন্তর্বাসটির অর্ডার দিয়ে ফুটবলের মোজা পেয়েছেন। তার কাছেও আপনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত।
আরেকজন লিখেছেন, ব্রেসিয়ার যদি ছেলেরা পরে তবে সেটি আর ব্রেসিয়ার থাকবে না। নিঃসন্দেহে নাম বদলে ব্রো-সিয়ার হয়ে যাবে।
ইউকে/এসএম