পাকিস্তানের হামলায় ৫ সেনা নিহত

বার্তাকক্ষ প্রতিবেদন: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পৃথক বোমা হামলায় পাঁচ সেনা নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বাজাপুর ডিপিও আব্দুল সামাদ খান বলেছেন, পাকিস্তান-আফগান সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণে দুই জন আহত হন। এরপর পরিচালিত সার্চ অপারেশনের সময় পথের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে চার সামরিক সেনা প্রাণ হারায়।

তিনি আরও বলেন, নিরাপত্তাস্থল ঘিরে রাখা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এদিন সকালে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার আরেক সেনা সদস্য নিহত হন।

এর আগে, ০৩ অক্টোবরও আফগান সীমান্তের উত্তর ওয়াজিরিস্তানে সামরিক গাড়িবহরে হামলায় পাঁচ সেনা নিহত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি সেনা সরিয়ে নেওয়ায় ও তালেবান বাহিনী আফগানিস্তানের দখল নেওয়ার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে অবস্থিত পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর কয়েক মাসে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে।

ইউকে/এএস