রামেক হাসপাতালে করোনা উপসর্গে আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন ৪ জনের মৃত্যু হয়েছিল।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও কুষ্টিয়ার একজন করে রোগী মারা গেছেন। নমুনা পরীক্ষার আগেই করোনার উপসর্গ নিয়ে তারা মারা গেছেন। মৃত দুজনই ছিলেন পুরুষ। এ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ জনের মৃত্যু হলো।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ১৯২ শয্যার বিপরীতে রোগী ছিলেন ৬৫ জন। এরমধ্যে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৫ জন, পাবনার ৯ জন, কুষ্টিয়ার ২ জন এবং চুয়াডাঙ্গার একজন করে রোগী ভর্তি ছিলেন।

এর আগে বুধবার (২০ অক্টোবর) রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে ২০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে সংক্রমণের হার শূন্য দশমিক ৫ শতাংশে নেমেছে।

ইউকে/এসই/এসএম