ইসরায়েলকে হুমকি দিল হিজবুল্লাহ

বার্তাকক্ষ প্রতিবেদন: লেবানন ও ইসরায়েলের সমুদ্রসীমার বিতর্কিত এলাকায় খনিজ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দখলদার ইসরায়েল। তেল ও গ্যাসের এ অনুসন্ধান নিয়ে বিতর্ক এখন চরমে। বিষয়টি নিয়ে লেবানন জুড়ে প্রতিবাদ শুরু হওয়ার পর এবার ইসরায়েলকে রীতিমতো হুমকি দিয়েছে হিজবুল্লাহ।

রয়টার্স এ খবর জানিয়েছে।

হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ এক বক্তৃতায় বলেন, যদি শত্রু মনে করে তারা এই সমস্যা সমাধানের আগে তাদের ইচ্ছামতো কাজ করতে পারে, তবে তারা ভুল করছে।

এর আগে, ইসরায়েলের হয়ে মার্কিন কোম্পানি হলিবার্টন ওই বিতর্কিত এলাকায় খনিজ খুঁজতে কাজ করে। যা নিয়ে জাতিসংঘে আপত্তি জানায় লেবানন।

লেবানন ও ইসরায়েল চলতি বছরে বেশ কয়েকবার পাল্টাপাল্টি অবস্থান নেয়। তাদের মধ্যে প্রায়ই রকেট হামলা ও গোলাবর্ষণের ঘটনা দেখা যায়। এছাড়া অনেক দিন ধরেই লেবানন ও ইসরায়েল সীমান্তে উত্তেজনা চলছে।

ইউকে/এএস