রাজশাহীতে ময়ূরসহ ২০১ পাখি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর একটি খামারে অভিযান চালিয়ে কেনা-বেচা নিষিদ্ধ এমন ২০১টি বন্যপাখি উদ্ধার করেছে বন বিভাগ। রাজশাহীর দুর্গাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে বন্য পাখিগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) দুপুরে রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর কবীর বলেন, পাখিগুলোর মধ্যে ২টি জলময়ূর, ১৯২টি বেগুনি কালেম, ৬টি পাতি সরালি ও ১টি ধলা বুক ডাহুক রয়েছে।

এসময় গাজিয়ার রহমান ও জাহিদুল ইসলাম নামের দুইজনকে যথাক্রমে ২০ হাজার এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা নিজেদের খামারি পরিচয় দিয়ে ফেসবুকে পাখি বিক্রির প্রচারণা করছিলেন।

তিনি আরও বলেন, পাখিগুলো উদ্ধারের পর রাজশাহী বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এরমধ্যে কিছু পাখি অসুস্থ। সংরক্ষণকেন্দ্রে তাদের চিকিৎসা ও পরিচর্যা করা হচ্ছে।

সম্পূর্ণ সুস্থ হলে তাদের প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানান এ কর্মকর্তা।

ইউকে/এএস