রাজশাহীর যে কলেজগুলোতে অনার্স ১ম বর্ষের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই পরীক্ষা আগামী ১৩ নভেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। রাজশাহী জেলায় ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলোতে ২৬টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৮-১৯, ২০১৭-১৮ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রোমোটেড শিক্ষার্থী শুধুমাত্র এফ গ্রেড পাওয়াকোর্সে এ পরীক্ষায় অংশ নেবেন।

রাজশাহীতে কলেজগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে যে কেন্দ্রগুলোতে: কেন্দ্রের নাম- রাজশাহী-১ সরকারি মহিলা কলেজ। এই কেন্দ্রে পরীক্ষা দিতে বসবে রাজশাহী কলেজ (গ্রুপ: বিএ, বিএসএস ও বিবিএ), শাহ মখদুম কলেজ, মাদার বক্স গার্হ্যস্থ্য অর্থনীতি কলেজ, তানোর আব্দুল করিম সরকার কলেজ, তানোর মহিলা কলেজ, বঙ্গবন্ধু কলেজ ও বরেন্দ্র কলেজের শিক্ষার্থী।

এছাড়া রাজশাহী-২ নিউ ডিগ্রি কলেজ। এই কলেজে পরীক্ষায় বসবে- সরকারি সিটি কলেজ, গোদাগাড়ী কলেজ ও রাজশাহী কোর্ট কলেজের শিক্ষার্থীরা।
এদিকে, রাজশাহী-৩ সরকারি সিটি কলেজে পরীক্ষায় বসবে- নিউ গভ. ডিগ্রি কলেজ ও রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

আর রাজশাহী-৪ রাজশাহী কোর্ট কলেজে পরীক্ষায় বসবে- রাজশাহী কলেজ- (গ্রুপ বিএসসি), ভবানীগঞ্জ কলেজ, বাঘার শাহদৌলা কলেজের শিক্ষার্থীরা।

অন্যদিকে, রাজশাহী-৫ রাজশাহী মোহনপুর কলেজ কেন্দ্রে পরীক্ষায় বসবে দাওকান্দি কলেজ, তালোন্দ ললিতমোহন কলেজ, নওহাটা কলেজ, কেশরহাট কলেজ ও মোহনপুর গাল্স ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

আর রাজশাহী-৬ দাওকান্দি কলেজে পরীক্ষায় বসবে- তাহেরপুর কলেজ, মোহনপুর কলেজ, নওহাটা মহিলা কলেজের শিক্ষার্থীরা। এছাড়া রাজশাহী-৭ পুঠিয়ার বানেশ্বর কলেজের পরীক্ষায় বসবে- রাজশাহী আদর্শ কলেজ ও শরদাহ কলেজের শিক্ষার্থীরা। রাজশাহী-৮ সরদহ কলেজের পরীক্ষায় বসবে শুধু পুঠিয়ার বানেশ্বর কলেজের শিক্ষার্থী।

ইউকে/এসই