নিজস্ব প্রতিবেদক: করোনার হার বেড়ে যাওযায় শুক্রবার (১১ জুন) ভোর থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহীতে লকডাউন ঘোষণা করা হয়েছে৷ এ সময়কালে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে৷
বৃহস্পতিবার (১০ জুন) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য জানান৷
তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় করোনা ভাইরাসজনিত রোগের সংক্রমণের বিস্তার রোধকল্পে আগামী ১১ জুন মধ্যরাত থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী হতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধ থাকবে।
তবে বরেন্দ্র এক্সপ্রেস চিলাহাটি টু আব্দুলপুর পর্যন্ত চলাচল করবে। সাগরদাঁড়ি এক্সপ্রেস ঈশ্বরদী খুলনা ঈশ্বরদী পর্যন্ত চলাচল করবে। মধুমতি এক্সপ্রেস ঈশ্বরদী ভাঙ্গা ঈশ্বরদী চলাচল করবে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঈশ্বরদী গোবরা ঈশ্বরদী চলাচল করবে। এছাড়া আম পরিবহনের জন্য চালু করা বিশেষ ট্রেন চলাচলও বন্ধ হবে না।
বাকি ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী একমাত্র বিরতিহীন আন্তঃ নগর ট্রেন বনলতা এক্সপ্রেস, আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেসসহ অন্য সব ট্রেন রাজশাহী থেকে চলাচল বন্ধ থাকবে।
ইউকে/এসই/এসএম