নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে রাজশাহীর তিনজন এবং নাটোরের একজন মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর একজন করোনা পজিটিভ ছিলেন। অন্য তিনজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
মৃত চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ৮৮ জনের মৃত্যু হলো। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। ছাড়পত্র পেয়েছেন ৭ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫৪ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ১৯২টি।
আগের দিন সোমবার রাজশাহী জেলার মোট ২৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে একজনের করোনা পজিটিভ হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১ দশমিক ২৮ শতাংশ।
ইউকে/এসএম