ভটভটির ধাক্কায় প্রাণ গেলো রাজশাহী কলেজ ছাত্রের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষিদ্রকাশিপুর নামক স্থানে শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ভটভটির ধাক্কায় হাফিজুর রহমান নামের (২২) এক কলেজছাত্র নিহত হয়েছেন। দুপুরে আলীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া মধ্যপাড়া গ্রামে বাছের আলীর ছেলে এবং রাজশাহী কলেজের অনার্সের শিক্ষার্থী।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, হাফিজুর রহমান রাজশাহী কলেজের ছাত্র ছিলেন। তিনি উপজেলার আলীপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ক্ষিদ্রকাশিপুরে পৌঁছালে দুর্গাপুর থেকে যাওয়া মুরগীর খাদ্য (ফিড) বোঝাই একটি ভটভটি তাকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন হাফিজুর।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ভটভটি চালক রমজান আলীকে ধরে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে সোপর্দ করেন। এ ঘটনায় নিহতের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। সেটি ঘটনাস্থল থেকে থানায় পাঠানো হয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান- রাজশাহীর দুর্গাপুর থানার এই পুলিশ কর্মকর্তা।

ইউকে/এসই