তানোরে আদিবাসীদের ঘর-বাড়ি ভাংচুর ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার মালশিয়া (চৌবাড়ীয়া)গ্রামে আদিবাসী পরিবারের ঘর-বাড়ি ভাংচুর, বসত ভিটা জবর-দখল ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার আয়োজনে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন,ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা ও ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপূরণ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও্ বিচারের দাবি করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আদিবাসী পরিষদের জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার,সাধারণ সম্পাদক সুশেন কুমার সেন,কেন্দ্রীয় নেতা গণেশ মরাদ্রি,রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় প্রমুখ।

ইউকে/আরএস