রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া তিনজনের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি। উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন একং করোনা নেগেটিভ হয়ে নওগাঁর একজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত এক দিনে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন রোগী মারা গেছেন। তিনজনই পুরুষ।

হাসপাতালটির করোনা ইউনিটে শুক্রবার সকাল পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৯ জন। তাদের মধ্যে রাজশাহীর ২১ জন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন, নাটোরের চারজন, নওগাঁর একজন, পাবনার চারজন, কুষ্টিয়ার একজন এবং চুয়াডাঙ্গার একজন ভর্তি রয়েছেন।

করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ছয়জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনা ধরা পড়েনি এমন রোগী ভর্তি আছেন আটজন।

ইউকে/এসই/আরএস