রাজশাহীতে গার্লস গাইডসের আঞ্চলিক পরিষদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের রাজশাহী অঞ্চলের ২০তম আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী নগরীর বিলশিমলায় গাইড হাউজে দিনব্যাপী এ অধিবেশনের আয়োজন করা হয়। সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা। অ্যাসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার সিরাজুল মুনিরে এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন রাজশাহী গাইড জেলা কমিশনার সাবরীনা শারমিন।

অনুষ্ঠানে কাউন্সিলররা নিজ নিজ জেলা ও উপজেলার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। অধিবেশনে আঞ্চলিক বাজেট উত্থাপন এবং অনুমোদন হয়। গার্ল গাইডস্ কার্যক্রমের উদেশ্য, সমস্যা সমাধানের উপায় এবং কীভাবে গাইডিং কার্যক্রম আরো বেগবান করা যায় সে বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম।

অধিবেশনে অ্যাসোসিয়েশনের রাজশাহী অঞ্চলের সকল জেলা ও উপজেলার ২৫০ জন গাইড, জেলা কমিশনার, স্থায়ী কমিশনার, গাইড সদস্য, জেলা কমিটি ও আঞ্চলিক কমিটির কর্মকর্তা এবং কাউন্সিলররা হিসেবে অংশ নেন। তাঁরাও নিজেদের মতামত তুলে ধরেন। অধিবেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউকে/এসই/আরএস