দুই সপ্তাহ পর মৃত্যু কমেছে রামেক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে গত দুই সপ্তাহ পর মৃত্যু কমেছে রামেক হাসপাতালে। এর আগের ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে মৃত্যু কমেছে রাজশাহীতে। এর আগে গত ৪ জুন সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস শনিবার (১২ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বাংলানিউজকে বলেন, গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মৃত ৪ জনের মধ্যে ১ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৩ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। করোনা পজিটিভ হয়ে মারা যাওয়া ১ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জন রোগীর বাড়ি রাজশাহীতে।

এক প্রশ্নের জবাবে ডা. সাইফুল ফেরদৌস আরও বলেন, এই ১২ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ১২ জুন সকাল ৬টা পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১১১ জন। এর মধ্যে ৬৪ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে ১ জুন, সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ছয়জন, ৭ জুন ১১ জন, ৮ জুন আটজন, ৯ জুন আটজন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ এবং সর্বশেষ ১২ জুন ৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ২৫ জন। আজ সকাল ৬টা পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ২৮৯ জন। অথচ শয্যা সংখ্যা ২৭১টি। অর্থাৎ ধারণ ক্ষমতার বেশি সংখ্যাক রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। এর মধ্যে রাজশাহীর ১২২, চাঁপাইনবাবগঞ্জের ১২০, নাটোরের ১৪, নওগাঁ ২৪, পাবনার ৫, কুষ্টিয়ার ১ জন। এছড়া হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন আরও ১৮ জন।

অপরদিকে, করোনার ‘নতুন হটস্পট’ রাজশাহীতে একদিনের ব্যবধানে ফের বেড়েছে সংক্রমণের হার। বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪৩ জনের করোনা পজেটিভ এসেছে। গত রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল দুইটি পিসিআর ল্যাবর নমুনা পরীক্ষার পর এই ফল আসে। পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩৯ দশমিক ৭ শতাংশ।

ইউকে/এসই/এসএম