ক্রীড়া বিভাগ:২০১৯ সালের জুলাইয়ে শেষবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের পর কেটে গেছে ১ হাজারটি দিন, আর্জেন্টিনাও খেলে ফেলেছে ৩০টি ম্যাচ। তবে এই ১ হাজার দিন ও ওই ৩০ ম্যাচে কোনো দলই হারাতে পারেনি আর্জেন্টিনাকে। রীতিমতো অজেয় হয়ে উঠেছে লিওনেল মেসিরা।
ল্যাতিনের শক্তিশালী দলগুলো এই সময়ে কয়েকটি করে ম্যাচ খেলেছে আর্জেন্টিনার বিপক্ষে। এরমধ্যে পরাশক্তি ব্রাজিলও খেলেছে তিন ম্যাচ। কিন্তু কোনো ম্যাচেই আর্জেন্টিনাকে হারাতে পারেনি ব্রাজিল। বরং ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা জিতে নিয়েছে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা।
ইউরোপের পরাশক্তি দলগুলোর মধ্যে কেবল জার্মানীর বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে জার্মানী ২-২ গোলে ড্র করেছিল আর্জেন্টিনার বিপক্ষে। টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনা আগামীকাল ভোরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে জিতলেই নিজেদের ইতিহাসে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করবে।
ইউকে/এসই