রোজায় অফিস ৯টা-সাড়ে ৩টা

বার্তাকক্ষ প্রতিবেদন: বরাবরের মতো এবারও রমজানে অফিস সময় সংক্ষিপ্ত হয়েছে। এবার রোজার মাসে খোলার দিনে অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি অনুমোদন হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

সাধারণ সময় অফিস শুরু হয় সকাল ৯টায়, চলে বিকাল ৫টা পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল রমজান মাস শুরু হতে পারে। সেদিন থেকে এক মাস অফিস সময় দেড় ঘণ্টা কম থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “হিজরি ১৪৪৩ সালের রমজানের মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোজায় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা হবে অফিসের সময়সূচি।” এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ব্যাংকগুলোর কার্যক্রম।

ইউকে/এসই