নিজস্ব প্রতিবেদক: ওআইও-এর আলোকে সিসিবিভিওর ‘প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন’ পদ্ধতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০মার্চ) সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড-জার্মানীর সহায়তায় ‘রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’ এর আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মীবৃন্দের সক্ষমতা বৃদ্ধি ও প্রকল্পের কাজকে গতিশীল করার জন্য এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থের প্রশিক্ষণ কেন্দে তিনদিনব্যাপী ও আই ও-এর আলোকে সিসিবিভিওর ‘প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন’ পদ্ধতি শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সংস্থার ১৬জন কর্মীবৃন্দ ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী পর্বে কর্মশালার উদ্বোধন করেন সংস্থার নির্বাহী প্রধান মো. সারওয়ার-ই-কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিবিভিওর হিসাবরক্ষক এএইচএম তারিক, মনিটরিং অফিসার শাহাবুদ্দিন, রিপোর্টিং অ্যান্ড ডকোমেন্টেশন অফিসার প্রদীপ মার্ডী, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী হেমব্রম।
কর্মশালাটি পরিচালনা করেন- সিসিবিভিও’র প্রশিক্ষণ সমন্বয়কারী মো. নিরাবুল ইসলাম।
ইউকে/এসই