রাজশাহীতে এখন থেকে নতুন কেন্দ্রে মিলবে করোনা টিকা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের টিকা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) ছিল শেষ কার্যক্রম। তবে এখন থেকে সিটি হাসপাতাল এবং নগর স্বাস্থ্য কেন্দ্রসহ ওয়ার্ড পর্যায়ে করোনা টিকা প্রদান কার্যক্রম নিয়মিতই চলবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ‘মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে, ৩১ মার্চ বৃহস্পতিবার থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিবর্তে অন্য সব কেন্দ্রে করোনার টিকা দেওয়া হবে।

নতুন টিকা কেন্দ্রগুলো হলো- মহানগরীর ৯, ১২ ও ২২নং ওয়ার্ড কার্যালয়। এছাড়াও ৭, ১১, ১৩, ১৫, ১৮ ও ২৬নং নগর স্বাস্থ্য কেন্দ্র ও ২৫নং ওয়ার্ডে সিটি হাসপাতাল। তবে পুলিশ লাইন হাসপাতালে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। টিকা গ্রহণে ইচ্ছুক সবাইকে তার নিকটস্থ কেন্দ্রে এসে টিকা গ্রহণের অনুরোধ জানানো যাচ্ছে।

ইউকে/আরএস