সৌদি আরবে রোজা শুরু হলো শনিবার

বার্তাকক্ষ প্রতিবেদন: পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। সেখানে রোজা শুরু হয়েছে শনিবার (২ এপ্রিল)।

সৌদিআরবের সুপ্রিম কোর্ট বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আরব নিউজ, সৌদি গেজেট ও খালিজ টাইমস।

আমাদের দেশে সাধারণত সৌদি আরবের একদিন পর থেকেই রমজান শুরু হয়। সে হিসাবে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে রোববার। বিষয়টি নিশ্চিত হতে শনিবার বাংলাদেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

২০১৯ সালের পর এবারই প্রথম সৌদি আরবে করোনা ভাইরাসের বিধিনিষেধ ছাড়াই রমজান পালন করা হবে।

সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট দুটি পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের সকল নাগরিক ও অধিবাসী এবং সকল মুসলমানকে পবিত্র রমজানের অভিনন্দন জানিয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতও শনিবার থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে।

এছাড়া মিসরেও পবিত্র রমজান শুরু হয়েছে শনিবার।

এশিয়ার দুই বৃহৎ মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় রোজা শুরু হবে রোববার।

ইউকে/আরএস