বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার দাবি

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনায় ও কৃষি জমি ব্যবহারে সুশাসন প্রতিষ্ঠা, পানির জন্য দুই আদিবাসী কৃষকের আত্মহত্যায় প্ররোচনাকারি পাম্পের ড্রাইভার সাখাওয়াতসহ বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের বিচার দাবি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এনজিও অ্যসোসিয়েশন অব বাংলাদেশ এডাব রাজশাহী চ্যপ্টারের উদ্যোগে আয়োজিত মানববন্ধন এবং পথ সভায় এই দাবি জানানো হয।

রাজশাহী চ্যপ্টার আহবায়ক জালাল উদ্দিনের সভাপিত্বে এতে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ গণেশ মার্ডি, রুলফাউ এর নির্বাহি পরিচালক আফজাল হোসেন, আসাউস পরিচালক রাজকুমার সাও, খেলাঘর জেলা সভাপতি ডা. এফএমএ জাহিদ, সনাক সদস্য এভারিস্ট হেমব্রম, নিস্কিৃতি পরিচালক এসকেএল লালন, এডাব রাজশাহী সদস্য সচিব আবুল বাসার পল্টু, কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য রুপন কুমার দত্ত এবং পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।

বক্তারা আরো বলেন সাম্প্রতিক সময়ে বিএমডিএ কতৃপক্ষ পুরোপুরি পানি ব্যবসায় নেমে পড়েছে। তারা কৃষকদের জন্য এক নিয়ম এবং কর্পোরেট কোম্পানির জন্য আর এক নিয়ম চালু করেছে। এই এলাকায় প্রান- সেজানসহ বিভিন্ন কারখানায় এবং চালের কলে ব্যপকভাবে পানি উত্তোলন করা হচ্ছে। সে দিকে কতৃপক্ষের নজর নেই। তারা কৃষকের সেচের পানিতে কড়াকড়ি করছে। বরেন্দ্র এলাকায় ব্যপকভাবে সাব মার্সিবল পাম্প বসানো হচ্ছে। এটি এই অঞ্চলের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।

ঘটনার দুই বছর আগে ওই ডিপ ড্রাইভারের বিরুদ্ধে বিএমডিএর কাছে অভিযোগ করা হয়। এই সুপারিশপত্রে স্থানীয় সাংসদের সুপারিশ ছিল। তার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নি। তারা বিএমডিএর পরিচালনা কমিটিতে আদিবাসীসহ প্রান্তিক চাষিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।

ইউকে/আরএস