নিজস্ব প্রতিবেদক: সরকার অনুমোদিত রাজশাহীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম বরেন্দ্র। সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ জুন। এতে আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থাকবেন। সোমবার (১৬ মে) দুপুর ১২টার দিকে মহানগরের খড়খড়ি বাইপাস সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ওসমান গনি তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদভুক্ত ১০টি বিভাগের চার হাজার গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখায় দুজন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ ও নয়জন শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল’ দেওয়া হবে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের বিভিন্ন সেমিস্টার থেকে স্প্রিং ২০২০ সেমিস্টার পর্যন্ত স্নাতক সম্মান (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। এখন পর্যন্ত এক হাজার ২৭৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছে।
সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১৮ মে পর্যন্ত চলবে। রেজিস্ট্রেশনের ওয়েব লিংক, আবেদন ও ফি জমাদানের প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.vu.edu.bd) পাওয়া যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তন বক্তা হিসেবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত থাকবেন।
সমাবর্তন শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ব্যান্ড দল ওয়ারফেজ, সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী ও ফাতিমা তুয যাহরা ঐশী অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়লের উপ-উপাচার্য অধ্যাপক আশিক মোসাদ্দিক, পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পারমিতা জামান, সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ, একই বিভাগের প্রভাষক রমজান আলী।
ইউকে/এসএস