নকল বৈদ্যুতিক তার তৈরীর অপরাধে কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় নকল বৈদ্যুতিক তার তৈরীর অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নকল বৈদ্যুতিক তার তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করে র‍্যাব-৫।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, দুপুরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পূর্ব কাঁঠালবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এবি কেবলস নামের একটি কারখানাকে নকল বিআরবি বৈদ্যুতিক তার তৈরী করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

হাসান-আল-মারুফ আরও বলেন, সরেজমিনে তারা দেখেন ওই কারখানাটি কেবল বিআরবি নয়; বিজলি কেবলসসহ নামি-দামি বিভিন্ন কোম্পানির বৈদ্যুতিক তার তৈরি করে সরবরাহ ও বিক্রি করে আসছে। কারখানা থেকে বিআরবি কেবলস এর ৩ হাজার গজ প্লাস্টিকের মোড়ক, ৫০০ পিস লেবেল, ২০ কয়েল নকল তার ও পিতলের ফর্মা জব্দ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান- ভোক্তা অধিকার সংরক্ষণের এই কর্মকর্তা।

ইউকে/এসএস