শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় রাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: আন্তঃবিভাগ ফুটবল খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বহিষ্কার করা হয়।

আদেশে বলা হয়, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সিনহাকে সাময়িকভাবে বহিস্কার করা হলো। পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, রোববার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের মধ্যাকার ম্যাচে ৫০ মিনিটের নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র হয়। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম দুটি করে শটে উভয় পক্ষই গোল করেন। তবে রেফারির বাঁশি বাজানোর আগেই তৃতীয় শট নেন ভেটেরিনারি বিভাগের খেলোয়াড় রিয়াদ। সেই শট ফিরিয়ে দেন আইবিএর গোলরক্ষক। তবে বাঁশি বাজানোর আগেই কিক দেওয়ায় রেফারি ওই শটটি বাতিল ঘোষণা করেন। কিন্তু এ সিদ্ধান্ত না মেনে রেফারিকে অবরুদ্ধ করেন আইবিএর খেলোয়াড়রা।

এ সময় আইবিএর এক শিক্ষক সেখানে এগিয়ে আসলে ভেটেরিনারি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোইজুর রহমানও সেখানে উপস্থিত হন। সেখানে আইবিএর এক খেলোয়াড় অধ্যাপক মোইজুর রহমানকে ধাক্কা দেন। এ নিয়ে উভয় পক্ষের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে সেখানে ওই শিক্ষকের টি-শার্টের কলার ধরে টানা হেচড়া করেন আইবিএ শিক্ষার্থী এবং আইবিএ শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহা। এতে ওই শিক্ষকের জার্সি ছিঁড়ে যায়।

ইউকে/এসএস