নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে “নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে র্যালী অনুষ্ঠিত হয়েছে। এই র্যালীতে পবা উপজেলার বিভিন্ন স্কুলের দুই শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, ইউআরসি ইনোস্ট্রাক্টর মোসা. রেহেনা খাতুন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার রোজী খন্দকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি, সাংবাদিক, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংস্কৃতিক অনুষ্ঠানে- গান পরিবেশন করেন মুশরইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুশাররাত জাহান, গল্প বলেন মহিমা আক্তার লামিয়া ও ফেরদৌস আক্তার মাইমুন, নৃত্য পরিবেশন করেন দারুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান মৌ, নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হান্না, কনিকা, অরুনী, লিজা, দামকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান, জয়নবসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মিনার গল্প, কবিতা, গান, নৃত্য পরিবেশনা করেন।
ইউকে/এইচপি/এএস