বিভাগীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী অঞ্চলকে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তারা রাখেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মঈনুল ইসলাম, রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক মো. এনামুল হক, জেলা প্রশাসক আব্দুল জলিল।

এ সময় বিভাগীয় কমিটির সদস্যবৃন্দসহ বিভাগের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউকে/এইচপি/এএস