রাজশাহীর ৮৮ জন খেলোয়াড় পেলেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নগরীর ৮৮ জন খেলোয়াড় পেলেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেক। শনিবার (১ অক্টোবর) সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুন নবী অনু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো জাহাঙ্গীর হোসেন এঁর সঞ্চালনায় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের করোনাকালীন বিশেষ অনুদানের চেক ৮০ জন ও মাসিক এককালীন আর্থিক অনুদানের চেক ৮ জনকে প্রদান করা হয়েছে।

ইউকে/এইচপি/এএস