নিজস্ব প্রতিবেদক: নগরীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
এর আগে, ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীল’ প্রতিপাদ্যকে সামনে পিটিআই অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার সভাপতি ডা. ডি এম জহুরুল ইসলাম এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কল্যাণ চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক মোছা. হাসিনা মমতাজ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার সহ-সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রফিকুজ্জামান বেলটু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শের শাহ সহ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সকল সদস্যবৃন্দ।
ইউকে/এইচপি/এএস