নারী সম্পর্কে ফেসবুকে বাজে মন্তব্য লিখে স্ট্যাটাস দেওয়ায় সাত বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে ভুয়া আইডি খুলে সেখান থেকে বাজে মন্তব্য লিখে স্ট্যাটাস দেন এক ব্যক্তির নামে। এছাড়া তার পরিবার এবং স্বজনদের কাছে অশ্লীল ছবি এবং কথা লিখে পাঠিয়ে হয়রানি করেন। এর দায়ে আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে দোষীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে আদালতের নির্দেশে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।

সাজাপ্রাপ্ত আসামির নাম মোমিনুল ইসলাম ওরফে চঞ্চল। তার বাড়ি মহানগরীর বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় মহল্লায়।

রায় ঘোষণার পর রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা জানান, মোমিনুল ইসলাম ফেসবুকে ভুয়া আইডি খুলে।সেখান থেকে মামলার বাদী ও তার কর্মস্থলের ছবি ব্যবহার করে স্ট্যাটাস দেন। এতে তার সম্পর্কে বাজে মন্তব্য লিখেন।

এছাড়া স্বজনদের ফোনেও অশালীন কথা ও খারাপ ছবি পাঠান। এই ঘটনায় ২০১৭ সালের এপ্রিল মাসে রাজপাড়া থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন। ওই বছরের ২ মে পুলিশ আসামিকে গ্রেফতর করে। এরপর আদালত থেকে জামিন পান। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পুলিশ আদালতে এই মামলার চার্জশিট দেয়। আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে আজ এই মামলার রায় ঘোষণা করা হয়।

ইউকে/এএস