রাজশাহী শিক্ষা বোর্ডে উপস্থিতির হার ৯৮ দশমিক ৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরিক্ষা ২০২২। রোববার (৬ নভেম্বর) প্রথম দিনে ‘বাংলা-১ম পত্র’ বিষয়ের পরিক্ষা হয়। প্রথম দিনের আবশ্যিক বিষয়ের পরিক্ষায় অংশ নিয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৯৫৫ জন। অনুপস্থিত ছিলো ২ হাজার ১৫৮ জন শিক্ষার্থী। এবছর বোর্ডে উপস্থিতির হার ৯৮ দশমিক ৩ শতাংশ।

রাজশাহী শিক্ষাবোর্ডের তথ্যমতে, বোর্ডের অধীনে এবছর ১ লক্ষ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী এইচএসসি পরিক্ষার জন্য ফরম পূরণ করেছেন। এর মধ্যে ৬৮ হাজার ৩৬ জন ছাত্র ও ৬০ হাজার ৯৮৯ জন ছাত্রী। পরিক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের ৩৪ হাজার ৬ জন, মানবিক বিভাগের ৮০ হাজার ৯৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১৩ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিচ্ছে। রাজশাহী বিভাগের আট জেলার ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিক্ষায় অংশ নিচ্ছে বলে জানানো হয়েছে।

রাজশাহী জেলায় ৪০ টি কেন্দ্রে ২৫ হাজার ১৭৫ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ২৪ হাজার ৭১৫ জন। অনুপস্থিত ছিলো ৪৬০ জন। চাঁপাইনবাবগঞ্জে ১৫ টি কেন্দ্রে ৯ হাজার ৯৫৫ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৯ হাজার ৭৩৫ জন। অনুপস্থিত ছিলো ২২০ জন শিক্ষার্থী। নাটোরে ২০ টি কেন্দ্রে ১০ হাজার ৯৬৬ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ১০ হাজার ৭২৮ জন।

অনুপস্থিত ছিলো ২৩৮ জন শিক্ষার্থী। নওগাঁয় ২৬ কেন্দ্রের ১১ হাজার ৭০৫ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ১১ হাজার ৪২৬ জন। অনুপস্থিত ২৭৯ জন। পাবনায় ২৬ টি কেন্দ্রে ১৭ হাজার ১৪০ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ১৬ হাজার ৮৯৭ জন। অনুপস্থিত ছিলো ২৪৩ জন। সিরাজগঞ্জে ৩০ টি কেন্দ্রে ২১ হাজার ৮৭৬ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ২১ হাজার ৫১৩ জন। অনুপস্থিত ছিলো ৩৬৩ জন। বগুড়ায় ৩২ কেন্দ্রে ২৪ হাজার ৫৯১ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ২৪ হাজার ৩০০ জন। অনুপস্থিত ছিলো ২৯১ জন। এছাড়া জয়পুরহাটে ১২ টি কেন্দ্রে ৫ হাজার ৭০৫ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৫ হাজার ৬৪১ জন। অনুপস্থিত ছিলো ৬৪ জন শিক্ষার্থী।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হবিবুর রহমান জানান, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরিক্ষা ২০২২ এর প্রথম দিনে বাংলা বিষয়ে পরিক্ষা ছিলো। সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা পরিক্ষা দিয়েছে। এদিন পরিক্ষা কেন্দ্রে তেমন কোন জটিলতা দেখা যায় নি।

উল্লেখ্য, রোববার (৬ নভেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সারাদেশে একযোগে বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলার ২০১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ইউকে/এসএম