নারীর প্রতি সহিংসতা রোধে এগিয়ে আসার আহবান

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (২৮ নভেম্বর) বিকালে উইমেন ফান্ড এশিয়া, এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভলপমেন্ট (এসিডি), বাদাবন সংঘের তত্বাবধানে উইমেন’স ল্যান্ড রাইটস গ্রুপের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ উপলক্ষে রাজশাহী আইডি বাগান পাড়ায় নারী ও কন্যার প্রতি সহিংসতা ও সামাজিক অনাচার প্রতিরোধে করণীয় নির্ধারণ ও সামাজিক শক্তিকে সংহত করার লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করা হয়।

এই বছরের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ এর মূল সুর এক হই! নারী ও কিশোরীর প্রতি সহিংসতা বন্ধে সক্রিয় হই। বিষয়টিকে সকলের সামনে তুলে ধরা হয়। মানববন্ধনে নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এ সময় তারা নারীদের ওপর নির্যাতন বন্ধে সিডও সনদ বান্তবায়ন ছাড়াও সামাজিকভাবে নারীর অধিকার রক্ষা ও নিরাপত্তা বিধানের দাবি জানান। পাশাপাশি, নারী নির্যাতন বন্ধে সরকারের জিরো টলারেন্স, নারী নির্যাতনের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোতে নারীর নিরাপত্তা জোরদারেরও দাবি জানান তারা।

মানববন্ধনে এসিডি কর্মী জুলেখা খাতুন, নারী নেতৃ মুক্তি রানী, আইডি বাগান পাড়ার উইমেন’স ল্যান্ড রাইটস গ্রুপের সদস্য শেফালী রবিদাসসহ অনেকেই মানববন্ধনে বক্তব্য রাখেন।

ইউকে/এএস