বার্তাকক্ষ প্রতিবেদন: হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকীতিয়াভা নরেন্দিরদেব্যবতী। ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অসুস্থ হয়ে পড়ার পর রাজকুমারীকে রাজা চুলালংকর্ন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে।
৪৪ বছর বয়সী বজ্রকীতিয়াভা থাই রাজা ভাজিরালংকর্নের বড় মেয়ে। রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় পোষা কুকুরদের প্রশিক্ষণ দেওয়ার সময় রাজকুমারী অসুস্থ হয়ে পড়েন।
রাজকন্যাকে রাজকীয় চিকিৎসকদের পরামর্শে প্রাথমিক চিকিৎসার জন্য জেলার পাকচংনানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাকে হেলিকপ্টারে করে রাজা চুলালংকর্ন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজপ্রাসাদ কর্তৃপক্ষ রাজকুমারীর অবস্থা ‘স্থিতিশীল’ বললেও তার পরিস্থিতি গুরতর বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র : ব্যাংকক পোস্ট ও বিবিসি”
ইউকে/এএস