মাঠেই লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তারপর…

ক্রীড়া বিভাগ: যুক্তরাষ্ট্রের রাগবি তারকা ডামার হ্যামলিন হার্ট অ্যাটাকের শিকার হয়ে ইউএস ন্যাশনাল ফুটবল লিগের মধ্যেই লুটিয়ে পড়েন। এরপর তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

বাফালো বিলসের ২৪ বছর বয়সী এই ফুটবলার ম্যাচের প্রথম কোয়ার্টারেই মাঠে লুটিয়ে পড়েন।

হাসপাতালে নেওয়ার আগে তাকে মাঠেই আধা ঘণ্টার বেশি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই দুর্ঘটনার পর ম্যাচ বাতিল করে এনএফএল কর্তৃপক্ষ।
পরে হ্যামলিনের দল বাফালো বিলস এক বিবৃতিতে জানিয়েছে, তিনি কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছেন।

এই ঘটনা সাড়া ফেলেছে ক্রীড়া বিশ্বে। হ্যামলিনের দ্রুত আরোগ্য চেয়ে প্রার্থনা করছেন অনেকেই।

সূত্র: বিবিসি

ইউকে/এএস